নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতার মৃত্যুবার্ষিকীতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা  হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া দুই পরিবারকে দেখতে গেলেন উপদেষ্টা ফারুক-ই আযম ফরহাদাবাদে নিজের গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করলেন উপদেষ্টা ফারুক ই আজম  শাহ সূফী ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”র  ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হাটহাজারী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে বাসার রুমে খেলাধুলা করতে গিয়ে দরজা লক: আটকে পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস  আমান বাজারে কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট নিয়ে ডিবি পুলিশের জালে ধরা ২ দক্ষিণ মাদার্শা কৃষি জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা নাঙ্গলমোড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রীয় মর্যাদায় চির শায়িত বীর মুক্তিযোদ্ধা জহুর আহম্মদ
বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে গবেষণার কোন বিকল্প নেই; চবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে গবেষণার কোন বিকল্প নেই; চবি উপাচার্য

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের উদ্যোগে ‘Highly Efficient Perovskite Solar Cells’ and `Experience Sharing on Publication in High Impact Journals’ শীর্ষক বিষয়দ্বয়ের উপর সেমিনার ২১ এপ্রিল ২০২২ সকাল ১০:৩০ টায় উক্ত বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

 

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ও উক্ত বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন। চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ও জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী অধ্যাপক ড. সুমন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের ন্যানো মেটেরিয়াল রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোঃ শহীদুজ্জামান (সোহেল)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

 

 

মাননীয় উপাচার্য সেমিনারে উপস্থিত সকলকে স্বাগত জানান এবং একটি সময়োপযোগী গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিজ্ঞানে যে দেশ যত বেশি উন্নত সে দেশ উন্নয়নের পথে ততবেশি এগিয়ে যায়। তিনি বলেন, সেমিনার-সিম্পোজিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কেও সমৃদ্ধ করে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। সৌর শক্তিকে মানবকল্যাণে অধিকতর কাজে লাগাতে এবং সহজলভ্য করতে গবেষকবৃন্দ দিনরাত গবেষণা কর্ম পরিচালনা করে যাচ্ছেন; তাঁদের এ গবেষণা কর্মের ফলে বিশ্বের বিভিন্ন দেশে শিল্প-কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রে সৌরশক্তিকে ব্যবহারের পথ সুগম হয়েছে; মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন। এ ধরণের সেমিনার শিক্ষক-গবেষকদের পারস্পরিক জ্ঞান ও অনুধাবন আদান-প্রদান গবেষণার মানকে উন্নত করতে সহায়তা করে। তিনি আরও বলেন, শিক্ষক-গবেষকবৃন্দের গুণগত গবেষণা কর্ম আন্তর্জাতিক স্বনামধন্য জার্ণালে প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব। মাননীয় উপাচার্য সেমিনারের সার্বিক সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

 

চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রভাষক জনাব মোঃ রাশেদুল আজিমের সঞ্চালনায় সেমিনারে বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com