নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নিজের ভেরিফাইড ফেসবুকে যা লিখেছেন তা হুবহু পাঠকের জন্য তুলে ধরলাম!
শিক্ষা উপমন্ত্রীর ফেসবুকের স্ট্যাটাস
তিনি লিখেছেন:
“বিএনপি আগামী সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে অংশ না নিলেও, দেখা যাবে এই দলের অনেকেই ভিন্ন রাজনৈতিক দল থেকে বা স্বতন্ত্র নির্বাচন করবে। বিএনপি বাদে দেশে প্রায় ৩৮টির মতো নিবন্ধিত রাজনৈতিক দল আছে। সেগুলোর মধ্যে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবে।
বিজ্ঞাপন
সুতরাং, এই বিএনপি এবং এদের অপরাজনৈতিক চক্রের সহযোগীরা নির্বাচনে অংশগ্রহণ না করলে, দেশের সার্বিক রাজনীতির জন্য ভালো ছাড়া খারাপ কিছু হবে বলে মনে হয় না। আইন অনুযায়ী ভবিষ্যতে এরা তাদের নির্বাচনী প্রতীকও হারাতে পারে যদি নির্বাচনে অংশগ্রহণ না করে।”