হাটহাজারী নিউজ ডেস্কঃ
বান্দরবান সদর উপজেলার রাজবিলায় এলাকায় স্ত্রী পাইয়ইনু মারমা (২৮)কে হত্যার পর স্বামী রেইথোয়াই মারমা (৪০)কে অপহরণ করেছে অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসীরা।
বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
তাদের বাড়ি রাজবিলার থংজমা পাড়ায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে ৫-৬ জনের একটি অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসী দল থংজমা পাড়ার রেথোয়াই মারমার বাড়িতে ঢুকে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যেতে চাইলে তার স্ত্রী বাঁধা দেয়।
এসময় তারা তাকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে স্বামীকে অপহরণ করে নিয়ে যায়। সন্ত্রাসীরা পাহাড়ী সংগঠন এমএলপি’র সক্রিয় সদস্য বলে ধারনা করছে স্থানীয়রা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এক নারীকে হত্যা করে আরেকজনকে অপহরণের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।