হাটহাজারী নিউজ ডেস্ক:
বান্দরবানের রুমার পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে নিহত হওয়া সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
জেএসএসের সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান অভিযানে যাওয়ার আগে মোবাইল ফোনে কথা বলেছিলেন বড় ছেলে হাসিবুর রহমানের সঙ্গে। ছেলেকে বলেছিলেন, ‘তোর মাকে দোয়া করতে বলিস। রাতে একটা অভিযান আছে, আমি সেখানে যাচ্ছি। কোনও ভুল করলে আমাকে ক্ষমা করতে বলিস, বাবা।’
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এরপর চলে যান অভিযানে। কিন্তু পরিবারের সঙ্গে এটাই তার শেষ কথা। বুধবার রাতে বান্দরবানের রুমার পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে লাশ হয়ে ফিরেছেন তিনি। সেখানে জেএসএস সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এ সেনা কর্মকর্তা।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাবিবুর রহমানের গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় হলেও পটুয়াখালী পৌর শহরে জমি কিনে বাড়ি নির্মাণ করেন। সেটির নাম দেন ‘সেনা নিকেতন’।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সেনা নিকেতনে লাশ নিয়ে আসেন পটুয়াখালী শেখা হাসিনা সেনানিবাসের সদস্যরা। সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার। জানাজা শেষে সেনা নিকেতনের আঙিনায় তাকে দাফন করা হয়েছে। তার ছোট ছেলেও সেনাবাহিনীতে কর্মরত।
আমরা নিহত সেনা সদস্যের আত্মার মাগফিরাত কামনা করছি। ( সংগৃহীত)