হাটহাজারী নিউজ ডেস্ক:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ির বাথরুমের সেফটি ট্যাংক পরিষ্কার করতে নেমে বৃদ্ধ পিতা ও দুই পুত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসের দূর্ঘটনায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, টানা বৃষ্টিপাতের কারণে চকরিয়া উপজেলায় পানিবন্দী হয়েছে হাজার হাজার মানুষ। যার কারণে আনোয়ার হোসেনের বাড়ির বাথরুমের পানির লাইন বন্ধ হয়ে যায়। তাই সেফটি ট্যাংক পরিষ্কার করতে প্রথমে বড়ভাই মাওলানা শাহাদাত হোসেন, এরপর বড় ভাইয়ের কোন সাড়াশব্দ না পেয়ে ছোটভাই শহিদুল ইসলাম নামেন তাকে দেখতে। দুই ছেলের কেউ ফিরে না আসায় সর্বশেষ তাদের উদ্ধারে ট্যাংকিতে নামেন বৃদ্ধ পিতা আনোয়ার হোসেন। এভাবে একে একে তিনটি তাজা প্রাণ নিস্তেজ হয়ে পড়ে সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে।