নিজস্ব প্রতিবেদক:
বাকলিয়া থানার ২৪নং তুলাতলী বিটের উদ্যোগে বাকলিয়া থানাধীন কল্পলোক মডেল মসজিদের সামনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নোবেল চাকমা, পিপিএম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রমিজ আহমদ, কাউন্সিলর এস.এম হারুন উর রশিদ ও শাহীন আক্তার রুজি।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে এবং ওসি (অপারেশন) সাজেদ কামাল এর সঞ্চালনায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৪ নং তুলাতলী বিটের বিট ইনচার্জ, এসআই মোঃ সোহেল রানা, ২৪নং তুলাতলী বিট পুলিশের সভাপতি ইব্রাহিম বাপ্পী, ২৪নং তুলাতলী বিট পুলিশের সাধারন সম্পাদক মোঃ ফয়সাল আহাম্মেদ রুবেল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার অনুমান ৩০০ (তিনশত) জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই শতভাগ জবাবদিহিতা নিশ্চিতকল্পে যথারীতি বিগত ওপেন হাউজ ডে’তে আগত জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খভাবে আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।
পরবর্তীতে ওপেন হাউজ ডে” তে উপস্থিত জনসাধারনের মধ্যে শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন পেশাজীবি মানুষ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সদস্যদের মধ্যে থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। থানা এলাকার উপস্থিত জনসাধারণ অনুষ্ঠানের সভাপতির নিকট এলাকার বিভিন্ন বিষয়ে তাদের সমস্যা তুলে ধরলে অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।যা বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য “ওপেন হাউজ ডে” তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।