আবু তৈয়ব: বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) হাটহাজারী উপজেলার শাখার সহ সভাপতি নির্বাচিত হলেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজা।
শনিবার (১২ মে) হাটহাজারী উপজেলার প্রাচীন বিদ্যাপিঠ ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) হাটহাজারী শাখার ত্রি- বার্ষিক সম্মেলন -২০২৪ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের বিরোধী দলীয় উপনেতা ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সহসভাপতি রণজিৎ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান ও ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডা: মো: কামাল উদ্দিন।
সহসভাপতি নির্বাচিত হওয়ার পর সেলিম উদ্দিন রেজা বলেন,সম্মান দানের মালিক আল্লাহ তা'য়ালা। শিক্ষক সমাজের মতো একটি এলিট শ্রেণীর সংগঠনের সহ-সভাপতি নির্বাচিত হওয়া নিশ্চয়ই সম্মানের একটি বিষয়। এজন্য আমি মহান রাব্বুল আ'লামিনের শুকরিয়া জ্ঞাপন করি। বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয়, আঞ্চলিক এবং উপজেলার নেতৃবৃন্দ আমাকে যে মূল্যায়ন করেছেন,সে জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সবার দোয়া চাই। সহযোগিতা চাই আমাদের পেশাজীবি সংগঠনের কার্যক্রম যেন আরো গতিশীল করতে পারি। শিক্ষকদের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, ৫০% বাড়ি ভাড়া সহ সকল দাবিগুলো আদায়ের ক্ষেত্রে যেন ভূমিকা পালন করতে পারি। এছাড়া আমাদের কিছু স্থানীয় সমস্যা রয়েছে। শিক্ষকদের এইসব সমস্যা সমাধানে যেন ভূমিকা রাখতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করি।
রবিবার (১২ মে) মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মোঃ সেলিম উদ্দিন রেজাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।