নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলার রত্নপুর ও ইলশা এলাকার মেসার্স গাজী ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও মেসার্স এমবিএম ব্রিকস নামে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করলেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
শুক্রবার (২৭ জানুয়ারী) সকালে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভুমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক নুর হাসান সজীব, আনসার ও পুলিশ প্রশাসন।
বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আজ শুক্রবার ২৭ জানুয়ারী ও গতকাল ২৬ জানুয়ারী পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সার্বিক সহযোগীতায় উপজেলার রত্নপুর ও ইলশা এলাকার মেসার্স গাজী ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও মেসার্স এমবিএম ব্রিকস এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর কতিপয় ধারা লংঙ্ঘন করায় ইট ভাটা দুটিকে দুই লক্ষ টাকা করে সর্বমোট চার লক্ষ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।