নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাটহাজারী বিট কাম চেক স্টেশন কর্তৃক আয়োজিত টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের বন সংরক্ষণ গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের চেক ও বন পাহারাদার দলের সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এম.পি।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (৭ জানুয়ারী) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম বন অঞ্চলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি ৬১ জন সুবিধাভোগী সদস্যদের মাঝে ২৫,২০০ টাকা করে মোট ১৫ লাখ ৩৭ হাজার ২০০ টাকার চেকসহ বন পাহারাদার দলের সদস্যদের মাঝে ৪টি বাই সাইকেল বিতরণ করেন।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম, হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরীসহ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।