নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু না থাকলে বাঙালীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হতো না। পাকিস্তানিরা বাঙালীদের শুধু শোষনই করেনি, বিভিন্নভাবে মর্যাদাহানিও করেছে বলেন এমএ সালাম।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বৃহস্পতিবার (১৭ মার্চ) চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি বলেন, এই শোষিত ও অপদস্ত বাঙালী জাতিকে শুধু মুক্তির পথই দেখাননি, মর্যাদাও ফিরিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাঙালী জাতির এই মর্যাদাকে আরও সমুন্নত করতে সবকিছুই করে যাচ্ছেন।
[caption id="attachment_310" align="alignnone" width="212"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন পাকিস্তানিদের দ্বারা বাঙালী জাতিকে শোষণ বঞ্চনার ইতিহাস এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালী জাতির মুক্তি সংগ্রামের ইতিহাস এ সবকিছুই বর্তমান প্রজন্মকে জানতে হবে। লাখো শহিদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। তা না হলে একটি সুশীল জাতি হিসেবে আমরা কখনও বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়াড়তে পারব না।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব মোঃ দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য জাফর আহমেদ, আ ম ম দিলসাদ, মোহাম্মদ ইউনুছ, আফতাব খান, কামরুল ইসলাম চৌধুরী, দিলোয়ারা ইউসুফ, এডভোকেট উম্মে হাবিবাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন -২০২২ উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে ২ দিন ব্যাপী আলোকসজ্জ্বা, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।
তাছাড়া ১৭-২৩ মার্চ এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম জেলা পরিষদের সুসজ্জিত স্টলের মাধ্যমে প্রতিদিন ৪টা হতে রাত ৯ টা পর্যন্ত প্রদর্শিত হচ্ছে চলমান ও বিগত দিনের উন্নয়ন কার্যক্রম।