নিজস্ব প্রতিবেদক:
নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক হোটেল সিক্স স্বর্ণালীতে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৯ জন নারী ও ৭ জন পুরুষসহ ১৬ জনকে আটক করে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ অহিদ, মোঃ নজুরুল ইসলাম, মোঃ আলমগীর, মোঃ আরিফ, মোঃ মনির, ইসমাইল হোসেন ইমন, মোঃ রিফাত আলী, সালমা খাতুন, উর্মি আক্তার, ঝানু বেগম, সাথী আক্তার, রাবেয়া, ইয়াছমিন বেগম, জান্নাতুল ফেরদৌস, বৃষ্টি বেগম এবং স্বর্ণা আক্তার
আটককৃত পুরুষরা
খুলশী থানার এসআই আবু হাসনাত মিশু বলেন, নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক হোটেল সিক্স স্বর্ণালীতে অভিযান পরিচালনা করে মোঃ অহিদ, মোঃ নজুরুল ইসলাম, মোঃ আলমগীর, মোঃ আরিফ, মোঃ মনির, ইসমাইল হোসেন ইমন, মোঃ রিফাত আলী, সালমা খাতুন, উর্মি আক্তার, ঝানু বেগম, সাথী আক্তার, রাবেয়া, ইয়াছমিন বেগম, জান্নাতুল ফেরদৌস, বৃষ্টি বেগম এবং স্বর্ণা আক্তারকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি খুলশী থানার অধর্তব্য মামলা নং-২২৯, তারিখ-২৮/১০/২০২৩ খ্রিঃ রুজু হয়।