নিজস্ব প্রতিবেদকঃ
হালদার নদীর সত্তারঘাট এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে বালুভর্তি ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
[caption id="attachment_1045" align="alignnone" width="300"] উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জব্দকৃত নৌকা দেখছেন[/caption]
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকাল ৯টার দিকে তিনি এ অভিযান পরিচালনা করেন।
এ সময় নৌকার ইঞ্জিন জব্দ করা হয় এবং মালিকদ্বয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোন কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছাড়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, হালদার নদীর সত্তারঘাট এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে বালুভর্তি ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। পরে নৌকার ইঞ্জিন জব্দ করা হয় এবং মালিকদ্বয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোন কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছাড়া হয়।ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও হালদার মা মাছ কিংবা ডলফিনের জন্য ক্ষতিকারক যে কোন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের নিয়মিত কঠোর অভিযান চলমান থাকবে।
সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ করা হলো।