নিজস্ব প্রতিবেদক:
আকবরশাহ থানাধীন সিটি গেইট সংলগ্ন নূরানী মসজিদের সামনে ফেরি করে জুতা বিক্রেতা সেজে ঝুড়ির নিচে করে বিশেষ কৌশলে ইয়াবা বিক্রির সময় মোঃ অন্তর (২১) নামে এক যুবককে আটক করে পুলিশ।
[caption id="attachment_5689" align="alignnone" width="300"] হাটহাজারী নিউজ[/caption]
গত রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ অন্তর (২১), পিতা- মৃত হেলাল, বাজিতপুর, কিশোরগঞ্জ।
আকবরশাহ্ থানার ওসি বলেন, সিটি গেইট সংলগ্ন নূরানী মসজিদের সামনে ফেরি করে জুতা বিক্রেতা সেজে ঝুড়ির নিচে করে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের সময় মোঃ অন্তর (২১), পিতা- মৃত হেলাল, বাজিতপুর, কিশোরগঞ্জ নামীয় একজন'কে আটক করে। আটক ব্যক্তির মাথায় থাকা ঝুড়ির নিচে সংযুক্ত গোলাকার চাকতি খুলে বিশেষ কায়দায় রক্ষিত ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত আসামী দীর্ঘদিন ধরে ফেরিওয়ালার বেশে ইয়াবা পাচার করছে মর্মে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
তিনি আরও বলেন, উক্ত ঘটনায় আকবরশাহ্ থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।