নিজস্ব প্রতিবেদকঃ
ফেনী জেলার পরশুরামের চাঞ্চল্যকর দোকান কর্মচারীকে হত্যা মামলার অন্যতম আসামী মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু’কে টঙ্গীর চেরাগ আলী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে গাজীপুর জেলার টঙ্গীর চেরাগ আলীতে আটক করে।
আটককৃত মোঃ নুরুজ্জামান ভুট্টু, পিতা- মোঃ মোস্তফা মিয়া, সাং- সত্যনগর, থানা- পরশুরাম, জেলা- ফেনী।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ ডিসেম্বর ফেনী জেলার পরশুরাম থানাধীন দক্ষিন কোলা পাড়াগ্রামস্থ মিরু মজুমদার মসজিদ সংলগ্ন শাহজালাল বেকারীর সাথে আবুবকর সিদ্দিক ফিসফিড এর দোকানের সামনে কতিপয় দুস্কৃতিকারী শাহীন চৌধুরীকে দোকানের পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ ফিরোজা বেগম (৫০) ফেনী জেলার পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলানং- ০৯/১৫৪, তারিখ ২৪ ডিসেম্বর, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
উক্ত হত্যাকান্ডের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়। পরবর্তীতে র্যাব-৭, চট্টগ্রাম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এর লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারী, আধুনিক ও তথ্য প্রযুুক্তি ব্যবহার অব্যাহত রাখে।
নজরদারীর এক পর্যায় র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত মামলার পলাতক আসামী গাজীপুর জেলার টঙ্গীর চেরাগ আলীতে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাবসদস্যরা আসামী মোঃ নুরুজ্জামান ভুট্টুকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যার সাথে জড়িত থাকারকথা স্বীকার করে।
উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে ফেনী জেলার পরশুরাম থানায় ১টি হত্যা মামলাসহ ২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্ত্রে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফেনী জেলার পরশুরাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।