নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চারিয়ার ৫টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করলেন জেলা প্রশাসন
ফেইসবুকে বন্ধুত্বের ফাঁদে ফেলে অপহরণ: টাকা ও মোবাইলসহ গ্রেফতার ১

ফেইসবুকে বন্ধুত্বের ফাঁদে ফেলে অপহরণ: টাকা ও মোবাইলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: ফেইসবুকে বন্ধুত্বের ফাঁদে ফেলে অপহরণ করে ছিনিয়ে নেওয়া অর্থ ও মোবাইলসহ ইমরান (২৬) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামী থানা।

রবিবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে তাকে শান্তি নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ সময় আটককৃতর কাছে থেকে Iphone 12 Pro, ৫০০ দেরহামের ০৩টি নোট- সর্বমোট ১৫০০ দেরহাম, ইন্দোনেশিয়ান ১০০০ রুপিয়ার নোট একটি ও ১০,০০০ রুপিয়ার নোট একটি উদ্ধার করে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় সিনহা জানান, একজন প্রবাসী যুবক তথা ঘটনার ভিকটিমের সাথে একজন নারীর ফেইসবুকে পরিচয়ের সুবাদে বন্ধুত্ব হয়। ওই প্রবাসী যুবক বাংলাদেশে আসার কথা জানতে পেরে ওই নারী তাকে কিছু কসমেটিকস সামগ্রী আনতে বলে। গত ১৫ মে প্রবাসী যুবক বাংলাদেশে আসেন। তারপর ২৪ মে বিকালবেলায় কসমেটিকস সামগ্রী নিয়ে তিনি ওই নারীর সাথে দেখা করতে গেলে ওই নারী ঘুরতে যাওয়ার কথা বলে ভিকটিমকে কৌশলে অপহরণ করে বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন টেক্সটাইল জামে মসজিদসংলগ্ন জিএম বাংলো পাহাড়ের উপরে নিয়ে গেলে পূর্ব-পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ৭/৮ জন যুবক তাদের আটক করে। তখন ভিকটিমের সাথে থাকা নারী ওদের দলে যোগ দেয়। এক পর্যায়ে ভিকটিমকে পাহাড়ের উপর আটক রেখে মারধর করে ভিকটিমের নিকট থেকে  Iphone 12 Pro ,একটি স্মার্ট ওয়াচ, ১,৫০০ দেরহাম,  ১,০০০ রুপিয়ার নোট একটি ও ১০,০০০ রুপিয়ার নোট একটি, নগদ ৫,০০০ টাকা, একটি এক ভরি ওজনের স্বর্ণের চেইন,  বিকাশের মাধ্যমে ৩২,১৯০ টাকা জোরপূর্বক নিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় ভিকটিম বায়েজিদ বোস্তামী থানাতে ঘটনার বিষয়টি জানালে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত মোঃ ইমরান (২৪)-কে গতকাল ২৬ মে সকাল ৭টা ৩০ মিনিটের সময় বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তি নগর এলাকা থেকে আটক করে এবং তার কাছ থেকে ভিকটিমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া Iphone 12 Pro, ৫০০ দেরহামের ০৩টি নোট- সর্বমোট ১৫০০ দেরহাম, ইন্দোনেশিয়ান ১০০০ রুপিয়ার নোট একটি ও ১০,০০০ রুপিয়ার নোট একটি উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com