নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত মহুরি বাড়ি সংলগ্ন এলাকার উত্তর বিলে কৃষি জমির টপসয়েল কর্তনের অভিযোগে শিহাব আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম।
রবিবার (২৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ।
অভিযুক্ত শিহাব আলী, পিতা- মোঃ আলী, ফরহাদাবাদ নামে একজন এক্সেভেটর মালিককে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত মহুরি বাড়িতে এক্সেভেটর দিয়ে মাটি কাটার দায়ে শিহাব আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার এসআই ফয়সালের নেতৃত্বে একটি টিম।