নিজস্ব প্রতিবেদক: বন্যাকবলিত হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় হালদা নদীর পাড়ে ভেঙে যাওয়া পরিবারগুলোকে নতুন ঘর নির্মাণ করে দেয়ার কথা বললেন অন্তর্বতী সরকারের মুক্তিযুদ্ধ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় পরিদর্শন করেন।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টার পিআরও এনায়েত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদ, চট্টগ্রাম পৌর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ, রাঙামাটির পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার ভুমি মেহনাজ শাবরীন, ফটিকছড়ির দায়িত্বপ্রাপ্ত মেজর মাহীর, হাটহাজারীর ওয়ারেন্ট অফিসার মানিক, ফটিকছড়ির ওসি আবু জাফর ও নুরুল হুদা,
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী উপজেলা এলজিইডি প্রকৌশলী জয়শ্রী দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন শিকদার, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন, হাটহাজারী মদুনাঘাট পানি উন্নয়ন বোর্ডে এসডি শাহীন বাদশা, উপসহকারী প্রকৌশলী শৈ মং সিং ও মনির আহমেদ, উপদেষ্টার ভাতিজা মজিবুর রহমান ও রোকন, লাজুক মেম্বার এবং শফিউল আজম মেম্বার প্রমুখ।