নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ জন চেয়ারম্যানের মনোনয়নপত্র যাচাই বাচাই বৈধতা ঘোষণা করে এবং দুই জন সদস্যের প্রার্থীতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকেই উপজেলা নির্বাচন কমিশন অফিসে প্রার্থীদের যাচাই-বাছাই করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তবে এবার কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর ৪/৫টিরও বেশি মামলার আসামী হওয়ার পরও যাচাই-বাছাই বৈধতা পাওয়ায় কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ জনগণের মাঝে এমন অভিযোগ ফরহাদাবাদবাসীর।
ফরহাদাবাদের মাটিতে কোন অপরাধী, গাছখেকো, জমি দখলবাজ, মাদক সম্রাট, চাঁদাবাজ, সন্ত্রাস, চোর ডাকাতকে ভোট না দেওয়ার দাবী করে ফরহাদাবাদ নাগরিক সচেতন সমাজ।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা স্যায়েদ আনোয়ার খালেদ বলেন, আজকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিলো। যাচাই বাচাই ৬ জন চেয়ারম্যান প্রার্থীকে বৈধতা ঘোষণা করেন এবং সংরক্ষিত মহিলা সদস্য ১৩ জন ও সাধারণ সদস্য ৪৭ জনসহ ৬০ জনের বৈধতা ঘোষণা করা হয়।এর মধ্যে সংরক্ষিত ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য প্রার্থী শারমিন আকতার ও ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী নাছির উদ্দীনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১৫জুন।