নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
ফটিকছড়ি বিবিরহাটে সেবা ক্লিনিকে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ!

ফটিকছড়ি বিবিরহাটে সেবা ক্লিনিকে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ!

ফটিকছড়ি বিবিরহাটে সেবা ক্লিনিকে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক:

ফটিকছড়ি বিবিরহাটে সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর স্বজনদের।

মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ও রোগীর স্বজনরা ক্লিনিক ভাংচুর চালায়। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।

 

মারা যাওয়া প্রসূতির জান্নাতুল মাওয়া প্রকাশ রিনা (১৯) উপজেলার কাঞ্চননগর এলাকার মরহুম মোতালেব মেম্বারের বাড়ির ব্যবসায়ী মো. রুমান উদ্দিনের স্ত্রী।

নিহতের স্বামী জানান, রিনাকে মঙ্গলবার দুপুরে ক্লিনিকে নিয়ে আসা হলে শারীরিক পরিস্থিতি ভালো ছিল। রিনার স্বামী মো. রোমান বলেন, ‘সকালে ক্লিনিকে সুই পুশ করা নিয়ে গোলমাল হয়েছিল। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলাম। তারপরও তারা দায়িত্বে অবহেলা করেছে। তাদের দায়িত্বশীলতার অভাবে আজ আমি আমার বউ-বাচ্চাকে হারালাম।এটা একটা হত্যা, আমি এই হত্যার বিচার চাই।’

ফটিকছড়ি থানার ওসি মাসুদ বিন আনোয়ার বলেন, ‘একজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইনে। এতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ক্লিনিক ভাঙচুর করেছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ক্লিনিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণসহ মূল ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে ঘটনার পর পর চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রহমান সানি ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com