হাটহাজারী নিউজ ডেস্ক:
ফটিকছড়িতে ২৪ ঘন্টার ব্যবধানে ২টি বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাজু সুলতান বাড়িতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কনের মা কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।কনের মা সেলিনা আকতার উপজেলা সদরস্থ দক্ষিণ রাঙ্গামাটিয়া শাহ আলমের স্ত্রী।
এর আগে গত ২৮ ডিসেম্বর রাত ৯টার দিকে বাল্যবিবাহ এর দায়ে উপজেলা সদরস্থ সানমুন কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কনের মা হোসনে আরা বেগম (৪৫)কে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনে বরপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
তিনি উপজেলার সুন্দরপুর ইউপির ৫নং ওয়ার্ডের বড় ছিলোনিয়া গ্রামের শফিউল আলমের স্ত্রী।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় দুটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ সময় বর ও কনে পক্ষ কে জেল এবং জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।(সংগৃহীত)