নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলার দাতমরা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় বন বিভাগের সংরক্ষিত পাহাড় কর্তনের সময় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগের যৌথভাবে অভিযান চালিয়ে ১টি স্কেভেটর ও ১টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
বুধবার (৩১ জানুয়ারী) রাত সাড়ে ১১টা থেকে সাড় ৩টা পর্যন্ত টানা চলে এ অভিযান।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো: ফেরদৌস আনোয়ার, সহকারী পরিচালক নুর হাসান সজীব, ইন্সপেক্টর মঈনুদ্দিন ফয়সাল, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ফরেস্ট রেঞ্জার সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো: ফেরদৌস আনোয়ার বলেন, বুধবার (৩১ জানুয়ারী) রাত ১১টা ৩০ হতে রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দাতমরা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনভূমির পাহাড় কর্তনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, বন বিভাগ এবং বাংলাদেশ পুলিশ বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ১টি স্কেভেটর ও ১টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। পাহাড় কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।