নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ফটিকছড়ি পৌরসদরের কেএম টেক এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী শামসুন নাহার(৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন নিহতের মেয়ে মিশু আকতার (২৩) ও অটোরিকশার চালক রয়েছেন।নিহত গৃহবধূ পৌরসভার ৯নং ওয়ার্ডের নুরুছাফার স্ত্রীর বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
বিজ্ঞাপন
নাজিরহাট হাইওয়ে পুলিশের এএসআই রাজু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন।