নিজস্ব প্রতিবেদকঃ
ফটিকছড়ি উপজেলার ভূজপুর শিশু পার্কয়ে একটি বন্য বানর অবৈধভাবে ধৃতপূর্বক লোহার শিকল দ্বারা বেঁধে খাঁচায় আটকিয়ে রাখা বানরটি উদ্ধার করে নারায়নহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিৎ চৌধুরী।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বন্য বানরটি উদ্ধার পূর্বক প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়।
নারায়নহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, মুঠোফোনে প্রাপ্ত তথ্যসূত্র মতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর শিশু পার্কয়ে একটি বন্য বানর অবৈধভাবে ধৃতপূর্বক লোহার শিকল দ্বারা বেঁধে খাঁচায়ে আটকিয়ে রাখা উক্ত বানরটি উদ্ধার করা হয়। এরপর চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী মহোদয়ের নির্দেশনা মোতাবেক বানরটিকে বালুখারী বিটের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।