নিজস্ব প্রতিবেদকঃ ফটিকছড়িতে গলায় ফাঁস লাগানো এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
২৭ মার্চ (রোববার) সকালে সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের হায়দার আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত মহিলা আজিমপুরের হায়দার আলীর বাড়ীর প্রবাসী ইব্রাহিমের স্ত্রী নাছিমা আকতার (৫০) তার পরিবারের আরও দুই পুত্র সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
নিহতের স্বজনরা জানান, গেল কদিন আগে শ্বশুর বাড়ী থেকে এনজিও কর্মীর সাথে পরকিয়া করে তার মেয়ে পালিয়ে যায়। মেয়ের শ্বশুর বাড়ীর সাথে ৪ লক্ষ টাকা ঋণ রয়েছে নাছিমার। মেয়ে পালিয়ে যাওয়ায় তার শ্বশুর বাড়ীর লোকেরা টাকার চাপ দিলে ভেঙ্গে পড়েন নাছিমা। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে দাবী স্বজনদের।
বিজ্ঞাপন
এ ব্যাপারে ফটিকছড়ি থানার এস আই জিয়াউর রহমান বলেন, ‘খবর পেয়ে মহিলার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছি। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।