শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
নিহত আমীর পশ্চিম ভূজপুর এলাকার মায়ার বাপের বাড়ির শামসুল আলমের পুত্র।অভিযুক্ত সেলিম আমীরের বড় বোনের স্বামী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে সেলিম প্রকাশ কসাই সেলিম শ্যালক আমীরকে স্থানীয় কাজিরহাট বাজার মাংস গলিতে ডেকে নিয়ে যায়। টাকা লেনদেনের বিষয়ে শ্যালক দুলাভাই দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ কসাই সেলিম আমীরকে কিল ঘুষি ও মারধর শুরু করে। একপর্যায়ে আমীর মাটিয়ে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ভূজপুর থানা পুলিশ জানায়, কাজিরহাট বাজারে দুই ব্যক্তির মধ্যে মারামারি হয়েছে। তারা উভয়ই দুলাভাই ও শ্যালক। তবে দুলাভাই সেলিমের কিল-ঘুষিতে শ্যালক আমীরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি।