নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলায় নানুপুর গামরীতলা এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করে ইট পোড়ানোর কার্যক্রম পরিচালনা করায় শাহ আমানত ব্রিকস ও প্রগতি ব্রিকস নামক দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ লাখ টাকা জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোজাম্মেল হক চৌধুরী।
বুধবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোজাম্মেল হক চৌধুরী, সহকারী পরিচালক নুর হাসান সজীব এবং ফটিকছড়ি উপজেলার আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জরিমানাকৃত ইটভাটা হলো, প্রগতি ব্রিকসকে ৩ লক্ষ টাকা এবং শাহ আমানত ব্রিকসকক ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, ফটিকছড়ি উপজেলায় নানুপুর গামরীতলা এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯) অমান্য করে ইট পোড়ানোর কার্যক্রম পরিচালনা করায় শাহ আমানত ব্রিকস ম্যানু: এবং প্রগতি ব্রিকস ম্যানু : নামক ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।