নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকা থেকে বিপুল পরিমান চিড়াই গামারী কাঠ বোঝাই পিকআপ আটক করেন বনবিভাগ।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে কাঠ ভর্তি গাড়ি আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী মহোদয়ের তথ্য সূত্র ও দিক নির্দেশনা মোতাবেক সহকারী বনসংরক্ষক মোস্তফা আল হোসাইনসহ গামার চিড়াই কাঠ বোঝাই পিকআপ (নেত্রকোনা-ড-১১-০০৩৫) আটক করা হয়।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এরপর কোনধরনের বৈধ পাশ না পাওয়া যায়নি। পরবর্তীতে জব্দকৃত মালামাল হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয় এবং বন মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করা হয়।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন, ডিপো মহোদয় হাটহাজারী রেঞ্জের ধারাবাহিক সফল অভিযান পরিচালনায় অভিযানে সম্পৃক্ত সকলকে স্বাগত জানান এবং কাঠ পাঁচার রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার নির্দেশ প্রদান করেন ।