নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার ওবাইদিয়া থেকে জাকারিয়া ফারুকী (৪৭) নামে এক ভুয়া ডিবি আটক করেছে পুলিশ।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে পুলিশ তাকে আটক করে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
আটককৃত জাকারিয়া ফারুকী রাউজান উপজেলার উত্তর সর্তা আকবর শাহ বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
থানা সুত্রে জানা যায়, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় ডিবি পুলিশ পরিচয়ে মাদ্রাসার বাৎসরিক আর্থিক নিরীক্ষার কাগজপত্র দেখতে চান আটককৃত জাকারিয়া। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয়।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক মাদ্রাসা গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে পুলিশ৷ এর আগে নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাতেও একই কায়দায় বাৎসরিক আয়ের নিরিক্ষার কাগজপত্র দেখাতে বলে এই ভুয়া গোয়েন্দা।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
তখন মাদ্রাসায় অনিয়ম হচ্ছে দাবী করে তিনি দশ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে তাকে এক হাজার টাকা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।
[caption id="attachment_310" align="alignnone" width="212"] বিজ্ঞাপন[/caption]
ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, 'আমরা খবর পেয়ে ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।