হাটহাজারী নিউজ ডেস্ক:
পর্যটন কেন্দ্রগুলো হোক প্লাস্টিক দূষণ মুক্ত। আবারও ফিরে আসুক হারিয়ে যাওয়া সে সৌন্দর্য্য। তাই ভিন্ন ধরনের প্লাস্টিক বিক্রির হাট বসেছে সেন্টমার্টিনের বুকে!
বিজ্ঞাপন
আশেপাশের পতিত জায়গা থেকে শুরু করে ঘরের কোণায় কিংবা খাটের নিচে, এক ইঞ্চি জায়গাও বাদ নেই পুরো এলাকায়।
বিজ্ঞাপন
সবাই যেন মিছিল নিয়ে ছুটছে বিদ্যানন্দের এক্সচেঞ্জ সেন্টারের দিকে। এক পাল্লায় প্লাস্টিক, অন্য পাল্লায় বিনিময়ে চাল ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস।
বিদ্যানন্দ কর্তৃপক্ষ বলছে, বর্জ্যকে মহামূল্যবান সম্পদে রূপান্তরকরণে এর চেয়ে সুন্দর উদাহরণ আর কি হতে পারে ? আমাদের পর্যটন কেন্দ্রগুলো হোক প্লাস্টিক দূষণ মুক্ত। আবারও ফিরে আসুক হারিয়ে যাওয়া সে সৌন্দর্য্য।