নিজস্ব প্রতিবেদক:
আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে হাটহাজারী উপজেলায় স্বাগত ও আনন্দ মিছিল করে জেলা এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ মিছিল চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলায় অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গনি চৌধুরীর অনুসারীরা স্বাগত ও আনন্দ মিছিল করে জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় নেতৃত্ব দেন হাটহাজারী পৌরসভার সহায়ক কমিটির সদস্য ওসমান কবির রাসেল, ছাত্রলীগ নেতা তোহিদসহ অনেকেই।
আলহাজ্ব ইউনুস গনি চৌধুরীর অনুসারীদের মিছিল
অন্য দিকে উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলমের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলমের নেতৃত্ব মিছিল
অপর দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলমের নেতৃত্বে ফতেহপুর ইউনিয়ন স্বাগত ও আনন্দ মিছিল বের করে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলমের নেতৃত্ব স্বাগত ও আনন্দ মিছিল