নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগর পুলিশের ২৪ ঘন্টার অভিযানে মাদক, ভুয়া পুলিশ, দেশীয় অস্ত্র হেফাজতে রাখার অপরাধে এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ২৩ জনকে আটক করে পুলিশ।
শুক্রবার ও শনিবার (২০ ও ২১ জানুয়ারী) টানা অভিযানে ২৫টি ছোরা ও মাদকসহ আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার) বলেন, গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কর্তৃক উদ্ধার অভিযানে ৩৪ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ ৩২৫ টাকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জিএমপি'র সদর থানা কর্তৃক ১টি কালো রংয়ের ওয়াকিটকি হ্যান্ডসেট (ওয়্যারলেস), ১টি কালো রংয়ের লেজার লাইট, ১টি মোবাইল ফোন এবং চাঁদাবাজির ১,৭৫০ টাকাসহ একজন ভুয়া পুলিশকে এবং কাশিমপুর থানা কর্তৃক অবৈধ দেশীয় অস্ত্র হেফাজতে রাখার অপরাধে ২০টি তরবারি, ৫টি ছোরা ও ১টি পিক-আপ ভ্যানসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক বিরোধী এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।