নিজস্ব প্রতিবেদক:
পাহাড়তলী থানাধীন একেখাঁন মোড়ে বিক্রয় ও বিতরণ বিদ্যুত অফিসের সামনে থেকে ২৩০০ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা কে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (৩০ জানুয়ারী) দুপুর ১২টার দিকে দুইজনকে আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
আটককৃতরা হলেন মোঃআরাফাত @বুছিয়া(২০), পিতা :সাইদুল হক সাং- লেদা রোহিঙ্গা শরনার্থী রেজিষ্টার্ড ক্যাম্প LMS- 2, ব্লক –বি, রুম নং ১৯২, এফসিএন নং- ৪০১২৮৮ থানা: টেকনাফ মডেল , জেলা-কক্সবাজার ।
মোঃ জোহার, (২৭) পিতা : নুরুল ইসলাম,সাং- লেদা রোহিঙ্গা শরনার্থী রেজিষ্টার্ড ক্যাম্প LMS- 2, ব্লক –বি, রুম নং ১২৪, এফসিএন নং-২৪৩০১০ থানা: টেকনাফ মডেল , জেলা-কক্সবাজার।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান এর নেতৃত্বে ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দার একটি টিম ২,৩০০ পিস ইয়াবা সহ ২ জন রোহিঙ্গা শরনার্থীকে ইয়াবা মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয় ।