নিজস্ব প্রতিবেদক:
নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা শীলপাড়া ও চাঁদগাও আবাসিক এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ সুকেন চাকমা, সবিনয় চাকমা ও কদম তঞ্চঙ্গাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারী) নগরীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান ও মোহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা শীলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ সুকেন চাকমাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি জব্দকৃত চোলাইমদ গুলো নিজে তৈরী করে পলাতক অপর ব্যক্তির সহায়তায় নগরীর পাহাড়তলী থানাসহ আশেপাশের এলাকায় পাইকারী ও খুচরা দরে বিক্রয় করে আসছে বলে জানান।
অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চাঁদগাও থানাধীন চাঁদগাও আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ লিটার চোলাই মদসহ সবিনয় চাকমা ও কদম তঞ্চঙ্গাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা পার্বত্য জেলা থেকে কম দামে চোলাইমদ ক্রয় এবং তা পরিবহন করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।