নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই সেবা সমিতির ৫দিন ব্যাপী বাসন্তী পূজা মহাসমারোহে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
গত রবিবার (১৪ এপ্রিল) কাটিরহাটস্থ পশ্চিম ধলই শ্রী শ্রী বাসন্তী দূর্গা মন্দির প্রাঙ্গনে অধিবাস পূজার মধ্য দিয়ে আরম্ভ হয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দশমী বিহিত পূজা সমাপ্তের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়।
চন্ডীপাঠ পরিচালনা করেন সীতাকুণ্ড শংকর মঠ মিশন থেকে আগত শ্রীমৎ স্বামী নরেশ্বরানন্দ মহারাজ ও তাঁর দল।
চন্ডীপাঠের একপর্যায়ে পশ্চিম ধলই সেবা সমিতির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত দুইজন উপদেষ্টা বাবু অনিল বরণ দে এবং বাবু মিন্টু বিকাশ চৌধুরী’র প্রয়ানে তাঁদের আত্মার স্মরণে দুই মিনিট নিরবতা পালন করা হয়।
পশ্চিম ধলই শ্রী শ্রী বাসন্তী দূর্গা মন্দির নির্মাণের উদ্যোক্তা ও উপদেষ্টা ড: অন্জন কুমার চৌধুরী এবং মহিলা সম্পাদিকা ডাঃ মুক্তা চৌধুরী জানান, এবার বাসন্তী পূজায় প্রতিদিন দুপুরে ভোগ আরতি,দুপুরে প্রসাদ আস্বাদন,সন্ধ্যা আরতি, রাতে প্রসাদ আস্বাদনের ব্যবস্থা করা হয়। এরপর অষ্টমী পূজার দিন সন্ধিপূজা ও নবমী পূজার দিন দুপুরে বিশেষ চন্ডী পাঠের ব্যবস্থা করা হয়।
পূজা উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী প্রদীপ মহাজন ও সভাপতি কাজল মহাজন এবং সাধারন সম্পাদক ইন্দ্রনীল চৌধুরী জানান, এ বছর ৫দিন ব্যাপী বাসন্তী পূজা মহাসমারোহে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হওয়ায় উপজেলা প্রশাসন, মডেল থানা,স্হানীয় ইউপি চেয়ারম্যান, ওর্য়াড মেম্বার এবং এলাকার সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।