নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়িতে দাখিল পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়া হাটহাজারীর মাদ্রাসা ছাত্র ইয়াসিন আরাফাতকে মানিকগঞ্জে থেকে উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ মে) মধ্যে রাত ১টা ৩০ মিনিটের দিকে এ তথ্য জানিয়েছেন নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইয়াসিন আরাফাতের পিতা মাওলানা শামসুল আলম।
প্রসঙ্গত, গত ২৪ মে সকাল সাড়ে ৯টার দিকে ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল মসজিদের ইমাম সামশুল হক এর একমাত্র ছেলে ইয়াছিন আরাফাত (১৬)।
এ দিকে নিখোঁজ ইয়াসিন আরাফাত নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন।
নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইয়াসিনের সহপাঠী ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ মে সকাল ৯:৩০ মিনিটের দিকে ইয়াসিন পরীক্ষা কেন্দ্র ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদ্রাসাতে যায়। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের কে আংকেলের কাছে যাবে এবং ২ মিনিটের মধ্যেই আসছি বলে বের হয়ে আর ফিরে আসেনি।
অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।তাঁর গায়ের রং উজ্জুল শ্যামলা।উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি,মুখমণ্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের।
এ ঘটনায় ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৫৯) করা হয়।