নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী ( সঃ) উপলক্ষে ১৫ হাজার বোতল বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি পুলিশ।
বিজ্ঞাপন
গত রবিবার সিএমপির পুলিশ লাইন দামপাড়ার সামনে এ পানি বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় সিএমপি ও কমিউনিটি পুলিশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জসনে জুলুসে আগত মেহমানদের মাঝে ১৫ হাজার বিশুদ্ধ খাবার পানি বিতরন করা হয়।
এতে সিএমপি কমিশনার মহোদয়ের পক্ষে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক তদারকি করেন সিএমপি ট্রাফিক দক্ষিণ এর উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেনী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।