আবদুল আউয়াল রোকন
পতেংগা সী-বীচ টুরিস্ট জোন ও দোকান মালিক সমিতির সাথে এক মতবিনিময় সভা হয়েছে।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (২০ আগষ্ট) স্হানীয় এক রেষ্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
টুরিস্ট ওসি ইসরাফিল মজুমদারের উপস্থাপনায় সী-বীচ দোকান মালিক সমবায় সমিতির সভাপতি জনাব ওয়াহিদুল আলম মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সী-বীচ পতেংগা টুরিস্ট জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব ইফতেখার হাসান। বিশেষ অতিথি সাজেদুল ইসলাম,মোঃ মাইনুল ইসলামসভাপতি পতেংগা থানা ৪১নং যুবলীগ চট্টগ্রাম মহানগর।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মতবিনিময় সভায় সী-বীচের সুন্দর পরিবেশ রক্ষন,পরিষ্কার,খাবারের মান,খাবার দাম,যতত্র ময়লা আবর্জনা, ঘোডা চালানোর বিষয়,চার চাকা গাড়ী,ক্যামরা ম্যান,হোটেলে পর্যটক না ডাকা,ইয়াবা, মদ, গাঁজা, গাড়ী পার্কিং,ওয়ার্কওয়েতে দোকান না বসানো, হোটেলের চেয়ার টেবিল কমানো, পর্যটকদের খারাপ ব্যবহার,টেবিলের ডেকোরেশন,ওভারঅল বীচের সৌন্দর্য রক্ষার্থে যৌত ভাবে কাজ করার অনুরোধ জানান ।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
আরো উপস্থিত ছিলেন আইয়ুব আলী নুর বক্স, শেখ আঃ, মোঃ তাজুউদদীন,, মোঃ হোসেন,মোঃ ইকবাল, মাইদুল,দোকানদার ও নেতৃবৃন্দ।