নিজস্ব প্রতিবেদক:
পটিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কমল মুন্সীরহাট থেকে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা সহ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সামসুল আলম (৩২) ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের তছমিন বিবি (২০) কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
[caption id="attachment_1897" align="alignnone" width="213"] ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গা[/caption]
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে দুই রোহিঙ্গা কে আটক করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম পটিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কমল মুন্সীরহাট হতে সকালে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা সহ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এর সামসুল আলম (৩২) ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এর তছমিন বিবি (২০) কে গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়। সে চট্টগ্রাম শহরে ইয়াবাগুলো পাচার করতেছিল।