নিজস্ব প্রতিবেদক:
পটিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কমল মুন্সীরহাট থেকে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা সহ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সামসুল আলম (৩২) ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের তছমিন বিবি (২০) কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গা
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে দুই রোহিঙ্গা কে আটক করা হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম পটিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কমল মুন্সীরহাট হতে সকালে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা সহ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এর সামসুল আলম (৩২) ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এর তছমিন বিবি (২০) কে গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়। সে চট্টগ্রাম শহরে ইয়াবাগুলো পাচার করতেছিল।