হাটহাজারী নিউজ ডেস্ক:
চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লির পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
দুপুরে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রী বহনকারী ফ্লাইট।
এরপর দুপুর ১২টা ২৮ মিনিটে ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’ প্রধানমন্ত্রী স্বাগত জানানোর ছবি ও ভিডিও টুইটারে প্রকাশ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নয়াদিল্লী সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে বৈঠক করবেন।
এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার বিষয়গুলো আলোচনা বেশি গুরুত্ব পাবে। এ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।(সংগৃহীত)