নিজস্ব প্রতিবেদকঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক দ্বীনি সংগঠন। জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ গ্রহন করে কিংবা সমর্থন করে তাহলে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এর সাথে হেফাজতের কোনো যোগসূত্র নেই। হেফাজতে ইসলাম কুরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ ঘটলে সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে এক যুক্ত বিবৃতি পাঠান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্মসচিব মাওলনা আব্দুল আওয়াল, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
বিবৃতিতে তারা বলেন; সারাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি ভেঙে দেয়ার পর কেন্দ্রীয় কমিটি বাদে কোনো কমিটি গঠন বা নবায়ন করা হয়নি। গত ২৫ এপ্রিল'২১ পাঁচ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিসহ সারা দেশের কমিটি এক ভিডিও বার্তায় বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির সাবেক আমির মরহুম মগফুর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.। অতপর গত ৭ জুন'২১ তেত্রিশ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।