হাটহাজারী নিউজ ডেস্কঃ
সাত দশক ধরে গানপ্রেমীদের সুরের জাদুতে মাতিয়ে শনিবার সকালে না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু বরন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৮ জানুয়ারি তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সম্প্রতি করোনামুক্ত হলেও কোভিড পরবর্তী ধকলটা আর সামলাতে পারেননি।
[caption id="attachment_1422" align="alignnone" width="233"] বিজ্ঞাপন[/caption]
লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা ভারতজুড়ে শোকের ছায়া। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার বহু তারকা। শোক জানাচ্ছেন সাধারণ মানুষও। বহু বছর ধরে সব শ্রেণির মানুষকেই তো তিনি তাঁর সুরেলা কণ্ঠ শুনিয়ে মোহিত করে রেখেছিলেন। সেই সুর যে আর কোনো দিন শোনা যাবে না। (সংগৃহীত)