নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি উপজেলার ঈছাপুরী দরবার শরীফে গাউছুল আজম মাইজভাণ্ডারীর অন্যতম খলিফা কুতবে আজম গাউছে মোকাররম,ছিবগাতুল্লাহ,রায়হানুল্লাহ, মোর্শেদেনা মাওলানা শাহ সূফী হযরত ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ মার্চ) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চলে বিভিন্ন কর্মসূচি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অসুস্থতার জন্য দেরি না করে হুজুরের কদমে হাজিরা দিয়ে চলে গেলেন গোলামে ঈছাপুরী আলহাজ্ব সূফী মোঃ মিজানুর রহমান ঈছাপুরী।
চট্টগ্রাম নগরীর শাহচান আউলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরাতুলহাজ্ব আল্লামা গাজী মঈনুদ্দিন রেজভীর সঞ্চালনায় আয়োজিত মাহফিলে দেশবরেণ্য প্রখ্যাত আলেমদ্বীনগণ তকরির পেশ করেন।
এতে মিলাদ কিয়াম পেশ করেন ঈছাপুরী দরবার শরীফে খলিফা-এ- গাউছে মোকাররম হযরতুলহাজ্ব মাওলানা শাহ সূফী ছৈয়্যদ আবদুল মোনয়েম ঈছাপুরী(রহ:) এর শাহজাদা আলহাজ্ব ছৈয়্যদ এহছানুল করিম ঈছাপুরী এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন বড় শাহজাদা আলহাজ্ব সৈয়দ শফিউল আলম ঈছাপুরী।
বার্ষিক প্রধান ওরছ শরীফ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে তার মধ্যে রয়েছে সকাল-৮টা খতমে কুরআন, সকাল-১১টা রওজা গোসল, বা’দে জোহর- ওয়াজ নছিহত ও হুজুর আল্লামা ঈছাপুরী (রহঃ) এর কর্ম ও মর্ম জীবনের উপর আলোচনা, বা’দে আছর- মিলাদে মোস্তফা(সাঃ),
বা’দে মাগরিব- ইফতার মাহফিল, বা’দে এশা- তারাবির নামাজ জামাতে অনুষ্ঠিত হয়। এরপর জিকিরে ছেমার মধ্যে দিয়ে শেষ হয় বার্ষিক ওরশ শরীফ।