নিজস্ব প্রতিবেদক:
নাজিরহাট-ফটিকছড়ি সড়কের ঝংকার মোড় নামক এলাকায় এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৫৬.০ ঘনফুট বিবিধ জ্বালানী বনজদ্রব্য বোঝাই ১টি জীপগাড়ী (চ:মে:গ:-৩২৩২) আটক করে বনবিভাগ।
শুক্রবার (২ ডিসেম্বর) রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে অবৈধ কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, নাজিরহাট-ফটিকছড়ি সড়কের ঝংকার মোড় নামক এলাকায় এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে রাত ৩টার সময় নাজিরহাট অভিমুখী বনজদ্রব্য বোঝাই ১ টি জীপগাড়ী আসতে দেখা যায় এবং সেটি সংকেত দিয়ে থামানো হয়। তাৎক্ষনিক ১৫৬.০ ঘনফুট বিবিধ জ্বালানী বোঝাই জীপগাড়ী (চ:মে:গ:-৩২৩২) তল্লাসী করে কোন বৈধ কাগজ পত্র ও চলাচল পাস না পাওয়ায় বনজদ্রব্য বোঝাই গাড়িটি জব্দ করা হয়।
পরে জব্দকৃত মালামাল ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয় এবং এ ব্যাপারে যথাসময়ে বন মামলা দায়ের করা হয়েছে ।