নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী-ফটিকছড়ি সড়কের নাজিরহাট ঝংকার মোড় এলাকায় বনজদ্রব্য বোঝাই ১টি ড্রাম ট্রাক (ড: ০৮২০) তল্লাসী করে কোন বৈধ কাগজ পত্র ও চলাচল পাস না পাওয়ায় ৫৪ টু:=১৫৯.৯৯ ঘনফুট গামার গোলকাঠ বোঝাই গাড়িটি জব্দ করা হয়।
গত মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত ৯টা ৩০ মিনিটের দিকে বিশেষ অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, রেঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় স্টেশন কর্মকর্তা, হাটহাজারী বিট কাম চেক স্টেশন, ডিপো কর্মকর্তা,নাজিরহাট ডিপো, বিট কর্মকর্তা,সর্তা ও শোভনছড়ি বিট এবং সংশ্লিষ্ট স্টাফসহ।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, হাটহাজারী-ফটিকছড়ি সড়কের নাজিরহাট ঝংকার মোড় এলাকায় বনজদ্রব্য বোঝাই ১ টি ড্রাম ট্রাক আসতে দেখা যায় এবং সেটি সংকেত দিয়ে থামানো হয়। ঐ ট্রাক নং-ফেনি-ড: ০৮২০ দেখে তল্লাসী করে কোন বৈধ কাগজ পত্র ও চলাচল পাস না পাওয়ায় ৫৪ টু:=১৫৯.৯৯ ঘনফুট গামার গোলকাঠ বোঝাই গাড়িটি জব্দ করা হয়। গাড়ীর চালক ও হেল্পার দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের ধৃত করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল হাটহাজারী রেঞ্জ হেফাজতে রাখা হয় এবং এ ব্যাপারে যথাসময়ে বন মামলা দায়ের করা হয় ।