নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজ সংলগ্ন হালদা পয়েন্ট থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
রবিবার (১২ মার্চ) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত টানা চলে এ অভিযান।
এছাড়া উক্ত পয়েন্ট থেকে জব্দকৃত ৮ ট্রাক বালু ফরহাদাবাদ সেইফ হোমে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম ও সংশ্লিষ্ট ইউপি মেম্বারগণের সহযোগিতায় অভিযানটি ভোর ৪টা থেকে শুরু হয়ে সকাল ৭টায় শেষ হয়। এ সময় অভিযুক্ত মোঃ মানিক, পিতা- দেলোয়ার হোসেন, নাজিরহাট, হাটহাজারীকে অবৈধভাবে হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মোঃ হাসান মিয়া, পিতা- আব্দুল মিয়া, মন্দাকিনী, ফফরহাদাবাদ, হাটহাজারীকেও ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।