নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাটস্থ নতুন রাস্তার মাথা এলাকায় বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পিকআপ চালক ও হেলপার মৃত্যু হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) মধ্যে রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন, পিকআপ চালক আলমগীর (২৮) এবং হেলপার রুবেল(২৬)। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুরে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার মধ্যে রাত ৩টার দিকে চট্টগ্রাম শহর থেকে খাগড়াছড়ি মুখি পাথর বোঝায় একটি ড্রাম ট্রাক এবং অপর দিক থেকে চট্টগ্রাম শহরের দিকে আসার সময় নাজিরহাট নতুন রাস্তার মাথায় বাকঁ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক এবং হেলপারের মৃত্যু মৃত্যু হয়।
নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই আদিল মাহমুদ বলেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাটস্থ নতুন রাস্তার মাথায় বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় পিকআপ চালক আলমগীর (২৮) ও সহকারী রুবেল (২৬) ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। নিহতদের বাড়ী ভূজপুর থানার জিলতলা এলাকায় বলে জানান। এ দুর্ঘটনায় গুরুত্বর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান নাজিরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।