প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২২, ৩:৩৬ পি.এম
নাঙ্গলমোড়ায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাসমত আলী চৌধুরী বাড়িতে বিষাক্ত সাপের কামড়ে আরিফুল ইসলাম (১২) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শুক্রবার(৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সাপের কামড়ে মারা যাওয়া আরিফুল ইসলাম ঐ এলাকার সালাউদ্দিনের পুত্র।
পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাওয়া দাওয়া শেষে আরিফ তার বিছানায় ঘুমাতে যায়। এ সময় তার পায়ে কিসে কামড় দিয়েছে বলে সে চিৎকার দেয়। তখনই আমরা সবাই ছুটে গিয়ে দেখি সে পা ধরে কান্না করছে। তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে বৈদ্যর কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষ বাড়িতে চলে আসে। এরপর রাতে এক ঝাড়ফুঁকের কাছে চিকিৎসা করা হয়। তারপর আজ সকালে তার আবারও মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আরিফুল ইসলাম নাঙ্গলমাড়া শামসুল উলুম ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক ডাঃ পিতম বলেন, নাঙ্গলমোড়া থেকে বিষাক্ত সাপের কামড় দেওয়া এক কিশোরকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।
নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সাপের কামড়ে কিশোরের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
Copyright © 2024 Hathazarinews.com. All rights reserved.