নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ৮টি শিশুর জন্ম হয়েছে, সবগুলোই নরমাল ডেলিভারির মাধ্যমে। এর মধ্যে ছেলে ৩ ও মেয়ে ৫।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসকদের আন্তরিক সেবার কারণে গর্ভবতী মায়েদের মধ্যে নরমাল ডেলিভারি করানোর আগ্রহ বাড়ছে। গত জুলাই মাসে এখানে ১১৭টি নরমাল ডেলিভারি হয়েছে।
ডা. রশ্মি চাকমা জানান, হাসপাতালে প্রসূতি মায়েদের প্রসব-পূর্ব ও পরবর্তী সকল সেবা এবং পরামর্শ দেওয়া হয়, যার ফলে নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে।
উল্লেখ্য, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আগেও একাধিকবার ২৪ ঘন্টায় ১০টির বেশি নরমাল ডেলিভারি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।