নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমার থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের নব নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) প্রথম জাহাজ এমভি এমসিএল১৯ নামের জাহাজটি ভিড়লেন।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকাল ৪টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের নব নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ইয়ার্ডে এ জাহাজটি ভিড়লেন।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেকানিকালের প্রকৌশলী অপূর্ব, সিভিলের প্রকৌশলী মনির হোসেনসহ অনেকেই।
সংশ্লিষ্টরা জানায়, মিয়ানমার থেকে আমদানি করা চালগুলো পিসিটি ইয়ার্ডে খালাস হওয়ার পর ট্রাক ভর্তি করে সেগুলো চট্টগ্রামের খাতুনগঞ্জ আড়তে নিয়ে যায় ব্যবসায়ীরা।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এখনও বন্দরে এক হাজার মেট্রিক টন চাল নিয়ে খালাসের অপেক্ষায় মিয়ানমারের এমভি এমসিএল১৯ জাহাজটি নোঙর করা আছে।